করোনা পরিস্থিতি বিবেচনায় এবার দুর্গাপূজায় আয়োজন হবে না কুমারী পুজা। এছাড়া প্রতিমা বিসর্জনে আয়োজন করা হবে না শোভাযাত্রা। পুজা উদযাপন পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।
হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্টান দূর্গাপুজা পালন করা হয়। ২০২০ সালের দুর্গাপুজো আশ্বিন নয়, কার্তিক মাসে পড়েছে। এ বছরের ২১ অক্টোবর অর্থাৎ ৪ ঠা কার্তিক বুধবার পঞ্চমীর মধ্য দিয়ে শুরু হবে পুজার আনুষ্ঠানিকতা। এবং পরদিন ২২ অক্টোবর পড়ছে মহাষষ্ঠী। সেদিন কার্তিক মাসের ৫ তারিখ বৃহস্পতিবার। এরপর নবমীর প্রতিমা বিসর্জনে মধ্য দিয়ে শেষ হয় পুজার আনুষ্ঠানিকতা।
প্রতিবছর অষ্টমীতে আয়োজন করা হয় কুমারী পুজা। কিন্তু এবছর করোনা পরিস্থিতি বিবেচনায় এ আনুষ্ঠানিকতা পালন করা হবে না বলে জানিয়েছে পুজা উদযাপন পরিষদ। ওছাড়াও প্রতিবার প্রতীমা বিসর্জনের সময় জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। তবে এবছর বিসর্জন শোভাযাত্রা জাঁকজমকপূর্ণ হবে না বলেও জানিয়েছেন তারা।