“এসো সবুজে সবুজে পৃথিবী গড়ি
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করি”
এ প্রতিপাদ্যকে সামনে রেখে–
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নরসিংদী জেলার উদ্যোগে মনোহরদি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক #ফারুকহাসান ও #আবুহানিফ ভাই মেসেন্জারে ভিডিও লাইভে এসে কাজের তদারকি করেন এবং সামাজিক কাজে যুবক-তরুণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তারা সাধুবাদ জানান এবং জনকল্যাণমুখী কাজে জড়াতে উৎসাহ প্রদান করেন।
বৃক্ষ রোপণ কর্মসূচিকে সার্বিকভাবে সহায়তা করেন মনোহরদী উপজেলার সহঃ সমন্বক রিয়াজ আদনান, রবিন আহমেদ,মামুন,সোহেলসহ আরো অনেকে।
উক্ত কর্মসূচির সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ নরসিংদী জেলার যুগ্ন আহ্বায়ক ইমতিয়াছ খান বেলাল ও এরশাদুল ইসলাম।এ ছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার সহ সমন্বয়ক আবীর রায়হান,তানভীর শরীফ ও সদর উপজেলার ওমর ফারুক।
ওয়াও