বসুন্ধরা সিমেন্ট কোম্পানির পক্ষ থেকে গরীবদের জন্য ত্রাণের ৪২২ বস্তুা চাউল চুরি করে বিক্রি করে দেয় কোম্পানি কিছু কর্মকর্তা।
নারায়নগঞ্জ বসুন্ধরা সিমেন্ট কোম্পানি গরিব অসহায় মানুষদের সহায়তায় ত্রাণ কার্যক্রম হাতে নিলে ত্রাণের ৪২২ বস্তা চাল গোপনে বিক্রি করে দেয় খোদ কোম্পানির কিছু অসাধু কর্মকর্তা।
অপরদিকে চুরির চাউল ক্রয় করে মদনগঞ্জের,নারায়নগঞ্জ জেলার হাজী বেপারি রাইছ এজেন্সি নামে এক চাউল ব্যবসায়ী।

বিষয়টি এলাকায় জানাজানি হলে, এলাকার সকল মানুষ রাস্তায় নামে আসে বিক্ষোভ মিছিল করে। এতে অশান্ত হয়ে পড়ে পরিস্থিতি। এমনকি এলাকাবাসী করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা উপেক্ষা করে জরো হতে থাকে। সামাজিক দূরত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেমে পড়ে ত্রাণ চোর প্রতিরোধে।
তখন সেই চাউল ব্যবসায়ীর দোকান বন্ধ হয়ে যায়৷
পরে উপজেলা প্রশাসন,পুলিশ এবং ১৯নং ওয়ার্ডের কাউন্সিল ফয়সাল মোঃ সাগর এসে পরিস্থিতি সামাল দিতে থাকে।