মিরপুর টোলারবাগের করোনা আক্রান্তে মৃত ব্যক্তির মেয়ে, মেয়ের জামাই ও কাজের মেয়ে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।
ঐ পরিবারের ৩জনকে টেস্ট করা হলে ৩জনেরই শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে বলে জানা যায়।
তাদের আরো ২ শিশু সন্তান রয়েছে যাদের এখনো করোনা টেস্ট করা হয় নাই। তাদের একজনের বয়স ৭(সাত) বছর, অপরজন আরো কম।
পারিবারিক সূত্রে জানা যায়, তাদের সবাইকে কোয়ারেন্টাইনে নেয়ার কথা ছিলো। এখনো নেয়া হয়েছে কিনা তা কেউ জানে না। উল্লেখ্য তাদের সাথে পরিবারের অন্য সদস্যদের শেষ যোগাযোগ হয় গতদিন। এরপর আর যোগাযোগ করা যায়নি।
এই নিয়া মিরপুরের টোলারবাগ এলাকা যেনো করোনাভাইরাস উপত্যকা হিসেবে মাথাচাড়া দিয়ে উঠছে। স্থানীয় লোকদের মধ্যে দেখা দিয়েছে ভয় ও উদ্ভেগ।
উল্লেখ্য, গতরাতে ঐ এলাকায় মাইকিং করে মুসল্লিদের মসজিদে নামাজ আদায় করতে আসতে নিষেধ করা হয়।