খালেদা জিয়ার দন্ডাদেশ স্থগিত। তিনি নিজ বাড়িতে থেকে চিকিৎসা করাতে পারবে। খালেদা জিয়ার শারিরীক অবস্থা ও মানবিক দিক বিবেচনায় এই নির্দেশনা। তবে তিনি এই সময়ে বিদেশগমন করতে পারবে না।
মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি জানান প্রধানমন্ত্রীর নির্দেশে ২টি শর্তে ৬মাসের জন্য খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। সেগুলা হচ্ছে, এই সময়ে তাকে ঢাকার নিজ বাড়িতে থেকে চিকিৎসা করাতে হবে এবং তিনি এই সময়ে বিদেশগমন করতে পারবে না।